
জলছাপের ডেলিভারী কার্যক্রম সমগ্র বাংলাদেশব্যাপী।
জলছাপের ডেলিভারী কার্যক্রম ২ ভাগে বিভক্ত হয়ে ঢাকা ও ঢাকার বাহিরে Order Delivery করা হচ্ছে।
- Home Delivery ( আপনার অফিস/বাসায় পৌছেঁ যাবে )
- Courier Delivery ( কুরিয়ারের অফিস থেকে নিতে হবে )
ঢাকা ও ঢাকার বাহিরে Home Delivery করার জন্য জলছাপ RedX ও SteadFast -এর সার্ভিস ব্যবহার করছে।
Home Delivery চার্জ :
ঢাকার ভিতরে ১০০/= টাকা ; ঢাকার বাহিরে ১৫০/= টাকা
Note: সর্বোচ্চ ৩ কেজি পর্যন্ত হোম ডেলিভারী করা হয়।
৩ কেজির উপরের Product ডেলিভারী করার জন্য জলছাপ সুন্দরবন কুরিয়ার, SA পরিবহন, করতোয়া, জননী, কন্টিনেন্টাল কুরিয়ার, AJR ও বাংলাদেশ পার্সেল-এর সার্ভিস ব্যবহার করছে।
1. Sundarban Courier Service (সুন্দরবন কুরিয়ার) :
সুন্দরবন কুরিয়ার, ৮০০+ শাখার মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত উপজেলা ও জেলাশহর গুলোতে তাদের ডেলিভারী সার্ভিস অব্যাহত রেখেছে। তাদের ডেলিভারী সার্ভিসটি মূলত ৩টি ভাগে বিভক্ত।
- Documents/Non-Documents
- Parcel
- E-Commerce
Documents : বিভিন্ন প্রকার চিঠিপত্র, Official Papers, Documents, CV এইগুলো Documents বুকিংয়ের আওতাভুক্ত। বুকিং চার্জ ৩০/= টাকা। তবে Super Express Document Booking (২৪ ঘন্টার মধ্যে ডেলিভারী) চার্জ ১০০/= টাকা।
Non-Documents : ১ – ১০ কেজি মালামাল Non-Documents এর আওতাভুক্ত। Non-Documents বুকিং এর জন্য সুন্দরবন ৩ প্রকার পলিব্যাগ ব্যবহার করে থাকে।
- হলুদ পলি (১ কেজি) ===== ১১০ টাকা
- সাদা পলি (২ কেজি) ===== ১৪০ টাকা
- নীল পলি (৩.৫ কেজি) ===== ২৫০ টাকা
তবে, ৩-১০ কেজি মালামাল পলিব্যাগ ছাড়াও, যে কেউ তাদের নিজস্ব প্যাকিং-এ বুকিং করতে পারে, সেক্ষেত্রে বুকিং চার্জ, বুকিং অফিস কর্তৃক নির্ধারিত হয়।
উল্লেখ্য যে, সকল প্রকার Documents/Non-Documents (হলুদ পলি, সাদা পলি, নীল পলি) নগদ বুকিং ও কোন প্রকার Cash on Delivery সুবিধা নেই। তবে এখানে যে সুবিধাটি বিদ্যমান তা হলো, সুন্দরবনের Documents/Non-Documents সার্ভিস-টি বাংলাদেশের প্রত্যন্ত জেলাশহর গুলোতে (সুন্দরবনের ৮০০+ শাখাতে) বিদ্যমান।
E-Commerce : সুন্দরবনের E-Commerce সার্ভিস-টি যে কোন প্রকার ছোট/মাঝারী পণ্যের On-line Order, Mobile Booking এর জন্য প্রযোজ্য। E-Commerce পলি বাকি বুকিং হয় না। তবে, E-Commerce পলি বুকিং-এ Due Payment/Cash on Delivery সুবিধা বিদ্যমান। সুন্দরবনের E-Commerce সার্ভিস-টি শুধু বাংলাদেশের জেলা শহরগুলোতে বিদ্যমান।
Parcel : ১০+ কেজি মালামাল Parcel এর অন্তুর্ভূক্ত। পণ্য পাঠানোর ভাড়া, বুকিং অফিস কর্তৃক নির্ধারিত। নগদ/বাকি বুকিং, Cash on Delivery সুবিধা আছে। সুন্দরবনের Parcel সার্ভিস-টি বাংলাদেশের জেলা শহরসহ বেশ কিছু বড়শহর গুলোতে বিদ্যমান।
জলছাপ ১০০০/২০০০ ভিজিটিং কার্ডের অর্ডারে হলুদ/সাদা/ই-কর্মাস পলি; আর অন্যান্য প্রিন্টিং আইটেমের জন্য সুন্দরবনের Parcel সার্ভিস সিস্টেম ব্যবহার করে থাকে।
2. SA Paribahan (SA পরিবহন) :
SA Paribahan, ৮০টি শাখার মাধ্যমে বাংলাদেশের জেলাশহরগুলোতে ২৪ ঘন্টার মধ্যে পণ্য পৌছে দিচ্ছে। তাদের এই দ্রুততম সেবা প্রদানের কারনে, তাদের বুকিং রেট অন্যান্য কুরিয়ারের তুলনায় বেশি। SA পরিবহনের সর্বনিম্ন বুকিং রেট ১৫০ টাকা।
SA Paribahan এর সকল শাখা অফিসে কন্ডিশন/Cash on Delivery (পণ্য বুঝে নেওয়ার সময় টাকা প্রদান) সুবিধা বিদ্যমান। তবে, ১০০০ বা এর নিচের পরিমান টাকার কন্ডিশন বুকিং হয় না।
চুয়াডাঙ্গা, নড়াইল, ভোলা, বরগুনা, গোপালগঞ্জ, শরিয়তপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলাগুলোতে SA পরিবহনের সার্ভিস নেই।
3. Karatoa Courier Service (করতোয়া কুরিয়ার সার্ভিস) :
করতোয়া একটি বিশ্বস্ত কুরিয়ার সার্ভিস হিসেবে নিজেকে আত্মপ্রকাশে সমর্থ হয়েছে। যদিও পণ্য নির্দিষ্ট গন্ত্যেবে পৌঁছানোর জন্য, করতোয়া তুলনামূলকভাবে সময় বেশি নেয়, তবুও উত্তরবঙ্গে পণ্য পাঠানোর জন্য করতোয়ার সার্ভিস এখন পর্যন্ত সবচেয়ে ভালো। উত্তরবঙ্গের জেলা, উপজেলা পর্যায়ে তাদের শাখাসমূহ অন্য যেকোন কুরিয়ারের তুলনায় বেশি। করতোয়া সাধারণত ২/৩ দিন সময় নেয়, পণ্য নির্দিষ্ট গন্ত্যেবে পৌঁছানোর জন্য। করতোয়া কুরিয়ারের সর্বনিম্ন বুকিং রেট ১০০ টাকা।
4. Janani Express Parcel Service (জননী এক্সপ্রেস পার্সেল সার্ভিস) :
5. USB Express (ইউ এস বি এক্সপ্রেস) :
6. Bangladesh Parcel & Courier Services (বাংলাদেশ পার্শ্বেল এন্ড কুরিয়ার সার্ভিস) :
বি:দ্র: যে কোন কুরিয়ার তাদের ব্যবসায়ের সুবিধার্থে উপরে বর্নিত যে কোন অফিস স্থানান্তর বা উল্লেখিত ফোন নম্বর পরিবর্তনের অধিকার রাখে।