আমরা আরেকটি যে প্রশ্নের মুখোমুখি হই তা হলো; ভাই, মোবাইলের স্ক্রিনে/মনিটরে দেখলাম এই কালার, কিন্তু ছাপায় এরকম আসলো কেন? চলুন জেনে নেয়া যাক, স্ক্রিনে দেখা কালার ও ছাপার কালারের মাঝে কেন এই পার্থক্য । পার্থক্যের মূল জায়গাটা হলো, কালারগুলো কিভাবে তৈরী হচ্ছে। এক জায়গায় আমরা কালারটা দেখছি আর একজায়গায় আমরা কালারটা ছাপাচ্ছি। এই দেখা ও ছাপার বিষয়টা এক না।
জলছাপ বিশ্বাস করে, একজন ক্রেতা হিসেবে, প্রিন্টিং-এর কাজ গুলো কিভাবে হয়, তা আপনার কিছুটা হলেও জেনে রাখা ভালো। এতে আপনি আমাদেরকে নিশ্চিন্তে অর্ডার করতে পারবেন। অর্ডার অনুযায়ী প্রিন্ট শেষ হওয়ার পর, তা আপনার গন্ত্যবে পৌছে যাবে। তার-ই ধারাবাহিকতায়, আমরা প্রিন্টের কাজগুলোর পর্যায়ক্রমিক ধাপ নিচে আলোচনা করা হলো:
প্রতিদিন-ই আমরা(জলছাপ)অসংখ্যবার একটি কমন প্রশ্নের মুখোমুখি হই। প্রশ্নটি হলো ভাই, Glossy Lamination, Matt, Spot এগুলো কি? কোন কার্ড কি রকম? আপনাদের আগ্রহের উপর ভিত্তি করে আমরা কয়েক ধরনের ভিজিটিং কার্ডের পরিচিতি নিচে তুলে ধরেছি যাতে বাজারের প্রচলিত ভিজির্টিং কার্ড/বিসনেস কার্ড সর্ম্পকে আপনারা ধারণা পেতে পারেন। প্রিন্ট কার্ডের ছবি-ও সংযুক্ত করেছি যাতে আপনার ছবিদেখে সহজেই কার্ডগুলোকে চিনতে পারেন।