Our Blog

জেনে নেই ভিজিটিং কার্ডের রকমারি :

প্রতিদিন-ই আমরা (জলছাপ) একটি কমন প্রশ্নের অসংখ্যবার মুখোমুখি হই। প্রশ্নটি হলো ভাই, Glossy, Matt, Spot এগুলো কি? কোন কার্ড কি রকম? আপনাদের আগ্রহের উপর ভিত্তি করে আমরা কয়েক ধরনের ভিজিটিং কার্ডের পরিচিতি আপনাদের সামনে তুলে ধরেছি। প্রিন্ট কার্ডের ছবি-ও সংযুক্ত করেছি যাতে ছবি দেখে সহজেই কার্ডগুলোকে চিনতে পারা যায়।

1. Glossy Lamination: এই কার্ডের উপর যে পলির প্রলেপ থাকে, তা সহজেই বোঝা যায়। আলোতে কার্ডটা বাকালে/কাধঁ করলে তাতে গ্লোসি ভাবটা দেখা যায়। যারা স্বল্প বাজেটের মধ্যে ভিজিটিং কার্ড বানাতে চান, তারা সাধারণত Glossy Lamination কার্ড-ই পছন্দ করে থাকেন।

2. Matt Lamination: এই কার্ডের উপরও পলির প্রলেপ থাকে যা খোলা চোখে দেখা যায় না। কার্ডটা ছিড়ঁতে গেলে তখন এটা বোঝা যায়। ম্যাট কার্ড, গ্লোসি লেমিনেশন কার্ড থেকে বেশি টেকসই হয়।অনেকেই ব্যক্তিগত ভাবে কোয়ালিটি কার্ড বানাতে চাইলে ম্যাট লেমিনেশনে ভিজিটিং কার্ড করতে পছন্দ করেন।

3. Spot Lamination: স্পট কার্ডে কোম্পানীর কোনো লোগো, স্পেশাল ডিজাইন বা লেখাকে কাস্টমারের পছন্দ অনুযায়ী স্পট করে দেওয়া হয়। কার্ডের ঐ স্পট করা অংশটুকু আমাদের হাতে বাজে। (ছবিতে: ‘সেঞ্চুরী টেইর্লাস ভিজিটিং কার্ডটিতে ‘সেঞ্চুরী টেইর্লাস, লাল ফোন আইকনRed-Black ঢেউশেপটি ’ স্পট করা হয়েছে। এই স্পট করা অংশগুলো আমাদের হাতে বাজবে।)
ম্যাট, ম্যাট+স্পট, দুটো-ই মূলত উন্নত মানের ভিজিটিং কার্ড। অফিস ও বিভিন্ন কোম্পানী উন্নতমানের ভিজিটিং কার্ডের জন্য Matt অথবা Spot Lamination কার্ড করতে পছন্দ করেন।

উল্লেখ্য যে, কে কোন ধরনের কার্ড নিবেন, এটা তার ব্যক্তিগত পছন্দ ও বাজেটের উপর নির্ভরশীল।