আমরা আরেকটি যে প্রশ্নের মুখোমুখি হই তা হলো; ভাই, মোবাইলের স্ক্রিনে/মনিটরে দেখলাম এই কালার, কিন্তু ছাপায় এরকম আসলো কেন?
চলুন জেনে নেয়া যাক, স্ক্রিনে দেখা কালার ও ছাপার কালারের মাঝে কেন এই পার্থক্য ।
পার্থক্যের মূল জায়গাটা হলো, কালারগুলো কিভাবে তৈরী হচ্ছে। এক জায়গায় আমরা কালারটা দেখছি আর একজায়গায় আমরা কালারটা ছাপাচ্ছি। এই দেখা ও ছাপার বিষয়টা এক না।
যে প্রযুক্তি ব্যবহার করে আমরা কালারটা দেখছি (ধরুন ‘লাল’) সেই একই প্রযুক্তি ব্যবহার করে কিন্তু এই লাল কালারটা ছাপা হচ্ছে না। রং/কালার তৈরীর প্রক্রিয়াটা ২ মিডিয়াতে দুই রকম।
যেখানে আমরা কালারটা দেখছি (Visual Media = Monitor/Mobile Screen) আর যেভাবে কালারটা ছাপা হচ্ছে (Print Media) সম্পূর্ণ ভিন্ন দুটি প্রক্রিয়া। Red, Green & Blue (RGB) এই ৩টি রং-এর মিশ্রণে-ই Visual Media তে পৃথিবীর সব রং তৈরী করা হয়। অন্যদিকে Cyan, Megenta, Yellow, Black (CMYK) এই ৪টি রং-এর মিশ্রণে-ই Print Media তে পৃথিবীর সব রং তৈরী হয়।
RGB value ব্যবহার করে বানানো রংগুলো স্বাভাবিকভাবেই বেশি উজ্জল হয়। তাছাড়া মনিটর বা মোবাইল স্ক্রিনের Brightness Value রংগুলোকে আরো বেশি চকচকে, ঝকঝকে, উজ্জল ও আকর্ষণীয় করে তোলে। কিন্তু CMYK value ব্যবহার করে বানানো রংগুলোতে কোন উজ্জ্বলতা থাকে না বিধায় রংগুলো দেখতে খুবই সাদা-মাটা।
উপরের Color Wheel টা দেখুন, RGB দিয়ে বানানো রংগুলো কত উজ্জল আর অন্যদিকে CMYK দিয়ে বানানো রংগুলো উজ্জলহীন/বিবর্ণ।
RGB value দিয়ে বানানো উজ্জল রংগুলো-ই আমরা মনিটর/মোবাইল স্ক্রিন দেখতে পাই। সেই একই রং যখন CMYK value দিয়ে প্রিন্টের জন্য তৈরী করা হয়, তখন তা এই রকম উজ্জলহীন হয়ে যায়। এটাই মূল কারণ, যার জন্য একই রং আমরা মনিটরে যা দেখি, তা ছাপায় গিয়ে কিছুটা পরিবর্তণ হয়ে বের হয়ে আসে।
নিচের ছবিগুলোর দিকে তাকালে, আমাদের চোখে এর পার্থক্যগুলো আরো ভালোভাবে ফুটে উঠবে।
RGB ও CMYK এর এই কালার পার্থক্য থাকা সত্বেও, জলছাপের ডিজাইনার তাদের পক্ষথেকে সর্বোচ্চ চেষ্টা করে থাকে, Final Output -এ তারতম্য/পার্থক্য যতটা কমিয়ে আনা যায়।