প্রতিদিন-ই আমরা (জলছাপ) অসংখ্যবার একটি কমন প্রশ্নের মুখোমুখি হই। প্রশ্নটি হলো ভাই, Glossy Lamination, Matt, Spot এগুলো কি? কোন কার্ড কি রকম?
আপনাদের আগ্রহের উপর ভিত্তি করে আমরা কয়েক ধরনের ভিজিটিং কার্ডের পরিচিতি নিচে তুলে ধরেছি যাতে বাজারের প্রচলিত ভিজির্টিং কার্ড/বিজনেস কার্ড সর্ম্পকে আপনারা ধারণা পেতে পারেন।
1. Glossy Lamination: এই কার্ডগুলোর উপর একধরনের পাতলা পলি পেপারের প্রলেপ থাকে যা সহজেই বোঝা যায়। এই পাতলা প্রলেপের কারণে আলোতে কার্ডটা বাঁকালে বা কাঁধ করলে তাতে গ্লোসি ভাবটা ফুটে উঠে। গ্লোসি লেমিনেশন কার্ডগুলো কমটেকসই হওয়াতে, দামও কম।
যারা স্বল্প বাজেটের মধ্যে ভিজিটিং কার্ড বানাতে চান, তারা সাধারণত Glossy Lamination কার্ড-ই পছন্দ করে থাকেন।
2. Matt Lamination: এই কার্ডের উপরও পলির প্রলেপ থাকে যা খোলা চোখে বা আলোতে বোঝা যায় না। পলির প্রলেপটাও খুব শক্তভাবে কাগজে বসানো নয়। কার্ডটা ছিড়ঁতে গেলে তখন এটা বোঝা যায়। ম্যাট কার্ড, গ্লোসি লেমিনেশন কার্ড থেকে তুলনামূলকভাবে বেশি টেকসই হয়।
অনেকেই ব্যক্তিগত ভাবে কোয়ালিটি কার্ড বানাতে চাইলে Matt Lamination কার্ড পছন্দ করেন। এই কার্ডগুলো একধরণের Standard Look বহন করে।
3. Spot Lamination: ম্যাট কার্ডগুলোতেই পরবর্তী ধাপে স্পট বসানো হয়।স্পট কার্ডে কোম্পানীর কোনো লোগো, স্পেশাল ডিজাইন বা লেখাকে ক্রেতার পছন্দ অনুযায়ী স্পট করে দেওয়া হয়। কার্ডের ঐ স্পট করা অংশটুকু আমাদের হাতে বাজে।
(ছবিতে: ‘সেঞ্চুরী টেইর্লাস ভিজিটিং কার্ডটিতে ‘সেঞ্চুরী টেইর্লাস লেখাটা, লাল ফোন আইকন ও Red-Black ঢেউশেপটি স্পট করা হয়েছে। এই স্পট করা অংশগুলো আমাদের হাতে বাজবে।’ একইভাবে ডানের ছবিতে SPOT UV, BLING, Logo কথাটাও স্পট করা হয়েছে।)
ম্যাট, ম্যাট+স্পট, দুটো-ই মূলত উন্নত মানের ভিজিটিং কার্ড। অফিস ও বিভিন্ন কোম্পানী উন্নতমানের ভিজিটিং কার্ডের জন্য Spot Lamination কার্ড করতে পছন্দ করেন।
4. Folding: উপরের কার্ডগুলো ছাড়াও, আরেক ধরনের কাগজেরকার্ড আছে, যেগুলোকে ফোল্ডিং কার্ড বলা হয়।কার্ডগুলা সাইজে বেশ বড় হয় বিধায় মাঝখানে ভাঁজ/ফোল্ড করে ব্যবহার করা হয়।
সাধারণত, যেসব প্রতিষ্ঠানের একাধিক শাখা আফিস থাকে বা অনেক ধরনের সার্ভিস প্রদান করে থাকে, উক্ত সার্ভিস/সেবাসমূহ বা শাখা অফিসগুলোর নাম কার্ডে উল্লে্খ্য করতে, এই ধরনের ফোল্ডিং কার্ড ব্যবহার করে থাকেন।
5.Transparent/Plastic: এই কার্ডগুলো একধরনের স্বচ্ছ প্লাস্টিক পেপার দিয়ে বানানো হয়।প্লাস্টিকের বিধায় এই কার্ডগুলো কাগজের কার্ডের তুলনায় অধিক টেকসই ও দীর্ঘস্থায়ী।স্বচ্ছ প্লাষ্টিক পেপারে ছাপা হয় বিধায় এই কার্ডগুলোর শুধু একদিকে প্রিন্ট করা যায়(One Side Print Card)। One Side Print হওয়া সত্ত্বেও এই কার্ডগুলোর বানানোর খরচ বেশি।
যারা ব্যাতিক্রমধর্মী কার্ড বানাতে পছন্দ করেন, তারা অধিকাংশ সময় Transparent কার্ড অর্ডার করে থাকেন।
উল্লেখ্য যে, কে কোন ধরনের কার্ড নিবেন, এটা তার ব্যক্তিগত পছন্দ, প্রতিষ্ঠানের ধরন ও বাজেটের উপর নির্ভরশীল।
ভিজিটিং কার্ডের কাটিং: বাজারে বহুলভাবে ২ ধরনের কার্ড কাটিং প্রচলিত আছে।
- পেপার কাটিং বা স্কয়ার কাটিং বা চারকোনা কাটিং
- রাউন্ড কাটিং বা ডাই কাটিং
যেহেতু কার্ডে রাউন্ড কাটিং দেওয়ার জন্য আলাদা ভাবে Dice(ডাইস) বানানোর প্রয়োজন হয়, সেহেতু রাউন্ড ভিজিটিং কার্ড বানাতে টাকা ও সময় দুটো-ই বেশি লাগে।
তবে Glossy Lamination ও Matt Lamination কার্ডে কোন প্রকার রাউন্ড কাটিং হয় না।